গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভয়াবহ বৃষ্টির আশঙ্কা ফের ঘনাচ্ছে বঙ্গোপসাগরে।

Published : August 10, 2025
---Advertisement---

দেড় মাসের মধ্যে ষষ্ঠ নিম্নচাপের ইঙ্গিত। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার রাজ্যে আছড়ে পড়তে পারে এই নতুন নিম্নচাপের প্রভাব, যা নিয়ে আসতে চলেছে প্রবল বৃষ্টি, দুর্যোগ এবং বিপদের আশঙ্কা।

মৌসুমী অক্ষরেখার অবস্থান ও নিম্নচাপের বিস্তার

বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তর থেকে সরে দক্ষিণে চলে এসেছে—দিল্লি, পাটনা, বাঁকুড়া ও দীঘা হয়ে তা পৌঁছেছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই অক্ষরেখার সক্রিয়তার জেরেই তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, যার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পর্ব।

দক্ষিণবঙ্গ: ঝড়-বৃষ্টি, সঙ্গে গরম ও অস্বস্তি

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। রবিবার ও সোমবার বৃষ্টির দফা সাময়িকভাবে কমলেও, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অনেক জেলায় ফের প্রবল বৃষ্টির আশঙ্কা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়বে অস্বস্তি, রোদের ফাঁকে ঘাম ও গরমে নাজেহাল হবে জনজীবন।

উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

শনিবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বৃষ্টির দফা শুরু। সোমবার থেকে শুরু হবে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বেড়ে নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধস ও রাস্তা বন্ধ হওয়ার সম্ভাবনাও প্রবল।

কলকাতা ও রাজ্যের অন্যান্য অংশ

কলকাতায় বৃষ্টি সাময়িকভাবে কমবে, তবে তাপমাত্রা ও আর্দ্রতার জেরে অস্বস্তি বাড়বে। শহরের আকাশ থাকবে মেঘলা, দিনের তাপমাত্রা থাকবে ২৯-৩০ ডিগ্রির আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে।

গোটা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি

অরুণাচল, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, সিকিম—সবখানেই ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ যেমন জম্মু-কাশ্মীর, লাদাখেও সতর্কতা জারি হয়েছে।

শেষ কথা: ষষ্ঠ নিম্নচাপ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল প্রভাব ফেলতে চলেছে। আবহাওয়ার এমন ঘনঘটার মধ্যে তীক্ষ্ণ নজর রাখা জরুরি সরকারি ও বেসরকারি প্রশাসনের। সাধারণ মানুষকেও সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now