শেওড়াফুলি থেকে সল্টলেক সেক্টর ফাইভের পথে এবার চালু হল নতুন এসি বাস পরিষেবা। হুগলি জেলার যাত্রীদের জন্য এটি এক বড় সুখবর। পুজোর আগে এই নতুন রুটে যাত্রী সংখ্যা কেমন বাড়ে, সেদিকে তাকিয়ে পরিবহন মহল। নতুন এই পরিষেবায় আপাতত চলবে ৫টি বেসরকারি এসি বাস। শেওড়াফুলির সুষমা সিনেমা হলের সামনে থেকে বাস ছাড়বে সকাল ৭টায়, আর সল্টলেক থেকে রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে শেষ বাস। মূলত যাত্রী চাহিদার কথা মাথায় রেখে আগে রুট ঠিক হয়েছিল শ্রীরামপুর থেকে, পরে তা সম্প্রসারণ করে শেওড়াফুলি পর্যন্ত আনা হয়।
এই রুটে বাস দাঁড়াবে—শেওড়াফুলি, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, বালিখাল, দক্ষিণেশ্বর, ডানলপ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, ইকো পার্ক, ইকোস্পেস, নিউটাউন হয়ে সেক্টর ফাইভ। পাশাপাশি, ২৮৫ রুটে আরও ৫টি নতুন বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে। রেল পরিষেবার পাশাপাশি এই বাস পরিষেবা হুগলি থেকে সল্টলেক যোগাযোগকে আরও মজবুত করবে বলেই মনে করছেন পরিবহণ কর্তৃপক্ষ। ট্রেনের ভিড় এড়িয়ে এবার অনেকেই ঝুঁকতে পারেন এই নতুন এসি বাস পরিষেবার দিকে।