স্কুল বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় যাত্রীবাহী বাসের কয়েকজন যাত্রী জখম হয়েছে, যদিও স্কুল বাসে চালক খালাসি ছাড়া কেউ ছিলনা।ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন – তেলিপুকুর গামী একটি টাউন সার্ভিস বাস তেলিপুকুর যাবার সময় উল্টো দিক থেকে আসছিল ফাঁকা স্কুল বাস। এরপর তেলিপুকুর যাবার পথে তাদের সংঘর্ষ হয়, ঘটনায় বেশ কয়েক জন জখম হলে দুজনকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Post Views: 436