ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা—যাঁকে ঘিরে ফের বিয়ের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। দাবি করা হচ্ছে, টলিউড অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি, এমনকী একাধিকবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে কোনও কফিশপে। আর এই গুঞ্জনের জেরে দেশজুড়ে শুরু হয়েছে জোর চর্চা—তবে কি দ্বিতীয়বার বিয়ের পথে সানিয়া?
তবে একটু ফিরে দেখা যাক। ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সানিয়া মির্জা। হায়দরাবাদে বসে ছিল বিয়ের আসর, এরপর পাকিস্তানের শিয়ালকোটে আয়োজন করা হয় রিসেপশনের। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে জন্ম নেয় পুত্রসন্তান ইজহান। কিন্তু সেই সম্পর্কে ইতি টানেন ২০২4 সালে, যখন শোয়েব বিয়ে করেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে। ‘খুলা’ পদ্ধতিতে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়ার।
Read More – http://অর্থকষ্টে বলিউড কুইন? মাস শেষে কঙ্গনার হাতে থাকে মাত্র ৫০ হাজার টাকা!
বিচ্ছেদের পর থেকেই সানিয়া বেশিরভাগ সময় কাটাচ্ছেন দুবাইয়ে। সেখানেই রয়েছে তাঁর টেনিস অ্যাকাডেমি। কিন্তু সম্প্রতি একটি অনলাইন পোর্টালের প্রতিবেদনে দাবি করা হয়, সানিয়া এখন তেলুগু এক অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং নাকি শিগগিরই বিয়েও হতে চলেছে। যদিও এই সংবাদটি এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনও সূত্র দ্বারা নিশ্চিত হয়নি। সানিয়া নিজেও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
এখানেই শেষ নয়—এই প্রথমবার নয়, এর আগেও সানিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। কখনও সানা জাভেদের প্রাক্তন স্বামী উমের জয়সওয়ালের নাম উঠে এসেছে, তো কখনও ভারতীয় পেসার মহম্মদ সামির সঙ্গে বিয়ের জল্পনা ছড়িয়েছে। প্রতিবারই সেগুলি গুজব বলেই প্রমাণিত হয়েছে।