গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিস্তার নামছে সমুদ্রে , সাবমেরিন উদ্ধার ও ডুবুরি অভিযানে বড় মাইলফলক

Published : July 17, 2025
---Advertisement---

ভারতীয় নৌবাহিনীর শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন ডাইভিং সাপোর্ট ভেসেল ‘বিস্তার’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ শ্রেণীর জাহাজটি এখন সম্পূর্ণ প্রস্তুত পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডে যুক্ত হওয়ার জন্য। বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে এটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।ডাইভিং সাপোর্ট ভেসেল ‘বিস্তার’ ভারতের সামুদ্রিক নিরাপত্তা এবং গভীর সমুদ্রে উদ্ধার অভিযানে একটি নতুন অধ্যায় রচনা করবে। প্রায় ১২০ মিটার লম্বা এবং ১০ হাজার টনেরও বেশি বহন ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি সজ্জিত অত্যাধুনিক ডাইনামিক পজিশনিং সিস্টেম দিয়ে, যা সমুদ্রের গভীরে নিখুঁতভাবে অবস্থান ধরে রাখতে পারে। জাহাজটিতে রয়েছে বিশেষ ডাইভিং কমপ্লেক্স — যেখানে রয়েছে এয়ার এবং স্যাচুরেশন ডাইভিং সিস্টেম, রিমোটলি অপারেটেড ভেহিকল বা ROV এবং সাইড স্ক্যান সোনার প্রযুক্তি। এইসব যন্ত্রপাতি জাহাজটিকে সাবমেরিন উদ্ধার, ডুবুরি কার্যক্রম ও সমুদ্রের গভীরে অনুসন্ধানে দক্ষ করে তোলে।

৮ জুলাই বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তরের পর, আগামী ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ‘বিস্তার’ আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে ভারতের নৌবহরে।হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই জাহাজের মূল মন্ত্র— ‘সুরক্ষিত যথার্থ শৌর্যম’, অর্থাৎ ‘সঠিকতা এবং সাহসের সাথে উদ্ধার’। শুধু যুদ্ধের জন্য নয়, দুর্যোগে উদ্ধার ও কৌশলগত নজরদারির ক্ষেত্রেও বিস্তার হয়ে উঠবে ভারতের জন্য এক Game Changer।এই জাহাজের মাধ্যমে ভারত কেবল গভীর সমুদ্রে অপারেশন সক্ষমতা বাড়াচ্ছে না, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজের কৌশলগত অবস্থানকেও করছে আরও মজবুত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now