গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সম্প্রীতির বার্তা! হিন্দু পরিবারের শ্রাদ্ধ করালেন মুসলিম প্রধান ফজিলা বেগম

Published : June 23, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলে এক হিন্দু ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মানবিকতার নজির গড়লেন পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। বিরিংপুর গ্রামের বাসিন্দা, ৬০ বছর বয়সি মদন বাগদি, গত ৬ জুলাই একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর অকালপ্রয়াণে পরিবারে নেমে আসে গভীর শোক, আর্থিক সংকটে পড়ে পড়িবার। অথচ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করার মতো সামর্থ্য ছিল না মৃতের পরিবারের।

এই খবর পেতেইপঞ্চায়েত প্রধান ফজিলা বেগম আর দেরি করেননি। পাশে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি প্রধানের স্বামী জাহির আব্বাস মন্ডল। মৃত মদন বাগদির পরিবারকে আশ্বস্ত করে শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় খরচ তাঁরা করবেন বলে জানান। হিন্দু পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে সুসম্পন্ন করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা প্রধান ফজিলা বেগম।

Read more – মুড়ির নামে আপনি নিয়মিত বিষ খাচ্ছেন! ভাজার সময় কি মেশানো হচ্ছে জানলে অবাক হবেন

গ্রামের মানুষজনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।এইভাবেই প্রতিটা সময় সাধারণ মানুষের পাশে থাকার নজির রয়েছে ফজিলা বেগমের। ব্যতিক্রম হলো না । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now