সলমন খান আবার খবরের শিরোনামে। তবে এবার না কোনও নতুন সিনেমা, না কোনও ব্যক্তিগত বিতর্ক। বরং খবরের কেন্দ্রে এবার ভাইজানের সম্পত্তি। মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে ফেলেছেন বলিউডের এই সুপারস্টার। আর এই লেনদেনের অঙ্ক শুনলে চমকে উঠতে হয়!
Read More – ১৫ হাজার কোটির সম্পত্তি নিয়ে বড় ধাক্কা সইফ আলি খান পরিবারে ! আদালতে ‘শত্রুসম্পত্তি’ বিতর্কে নতুন মোড়
বান্দ্রা পশ্চিমের অভিজাত শিব আস্থান হাইটস আবাসনে অবস্থিত সলমনের ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ৫ কোটি ৩৫ লক্ষ টাকায়। প্রায় ১২২ বর্গমিটারের বিল্ট আপ এরিয়া নিয়ে তৈরি এই ফ্ল্যাটে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও।
এই সম্পত্তি হাতবদলের তথ্য মিলেছে মহারাষ্ট্র সরকারের ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম ‘স্কোয়্যার ইয়ার্ডস’-এর বিশ্লেষণ বলছে, ২০২৫ সালের জুলাই মাসেই সম্পত্তিটি সরকারি ভাবে নথিভুক্ত করা হয়েছে।
এই লেনদেনের জন্য সলমন খানকে গুনতে হয়েছে ৩২ লক্ষ ১ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ— সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার লেনদেন। তবে যাঁরা ভাবছেন এই ফ্ল্যাটেই থাকতেন ভাইজান, তাঁদের জন্য জানিয়ে রাখা দরকার—সলমন মূলত থাকেন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, নিজের পরিবারের সঙ্গে। এছাড়াও রয়েছে পানভেলের ফার্মহাউস। অনেকের মতে, ফ্ল্যাটটি সেভাবে ব্যবহার না হওয়াতেই হয়তো বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। আর এই খবরে এখন সরগরম বলিউড মহল ও রিয়েল এস্টেট দুনিয়া।