তৃণমূল পার্টি অফিসে বসেছিল সালিশী সভা। সেই সভায় আলোচনার মাঝেই স্বামীর পেটে ছুরি মারল স্ত্রী! রবিবার বর্ধমানের তালিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মারমুখী জনতার হাত থেকে ওই মহিলাকে কোনও রকমে উদ্ধার করে পুলিশ।বর্ধমানের তালিতের দিঘিরপাড়ের বাসিন্দা রকি সেখ। সে পেশায় নার্সিংহোমের কর্মী।
মাস ছয়েক আগে সে ভালোবেসে বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি চলছিল।তা নিয়ে সালিশী সভা বসে তালিত দিঘির পাড় তৃণমূল কার্যালয়ে। সেখানেই রকির পেটে হঠাৎই ছুরি মারে জোনাকি।রকিকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।জোনাকিকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর জানাজানি হতেই এলাকার উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাদের পার্টি অফিসে আটকে রাখা হয়। পুলিশ খবর পেয়ে জোনাকি ও তার বাপের বাড়ির লোকদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা মার মুখী হয়ে ওঠে। স্থানীয়রা লাঠি উঁচিয়ে তারা করে এবং মারধর করে অভিযুক্ত জোনাকি খাতুনের মাকে। জোনাকির বক্তব্য, সে সময় মাথার ঠিক ছিল না। হঠাৎই ব্যাগ থেকে ছুরি বের করে রকির পেটে চালিয়ে দিই। আমি ওকেই ভালোবাসি। ওকে ছাড়া থাকতে পারব না।
রকির বাবা সেখ দুজা বলেন, সালিশী সভায় আমাদের সাত লক্ষ টাকা দিতে হবে বলা হয়েছিল। আমি এক মাস সময় নিয়েছিলাম। তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল।