গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সাইয়ারা’ বক্স অফিসে বাজিমাত, ছক ভেঙে ইতিহাস গড়ছে

Published : July 23, 2025
---Advertisement---

এই মুহূর্তে বলিউডে সবচেয়ে চর্চিত নাম ‘সাইয়ারা’। আহান পান্ডে এবং অনীতা পাড্ডার অভিনীত এই ছবি বক্স অফিসে নজিরবিহীন সাফল্য ছুঁয়েছে। মুক্তির পর থেকেই দেশের নানা প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শক। ছবিটি দেখতে গিয়ে আবেগাপ্লুত দর্শকদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More – http://নীতা আম্বানির মোবাইলের দাম শুনলে চোখ কপালে উঠবে

কালেকশন: পাঁচ দিনে আয় ১৩২.২৫ কোটি টাকা!
প্রথম পাঁচ দিনের কালেকশন তাক লাগানোর মতো।

প্রথম দিন (শুক্রবার): ₹২১.৫ কোটি
দ্বিতীয় দিন (শনিবার): ₹২৬ কোটি
তৃতীয় দিন (রবিবার): ₹৩৫.৭৫ কোটি
চতুর্থ দিন (সোমবার): ₹২৪ কোটি
পঞ্চম দিন (মঙ্গলবার): ₹২৫ কোটি
এই মুহূর্তে ছবিটির মোট আয় ₹১৩২.২৫ কোটি, যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত অন্যান্য বহু হিট ছবিকেও টপকে গেছে।
রেকর্ড ব্রেকার ‘সাইয়ারা’

‘সাইয়ারা’ প্রথম সোমবারেই ‘হাউজফুল ৫’, ‘রেইড-২’ এবং ‘সিতারা জমিন পার’–এর মতো ছবিকে পেছনে ফেলে দেয়। এর থেকেও বড় চমক ছিল প্রথম মঙ্গলবার, যেখানে ছবিটির আয় হয় ₹২৫ কোটি—যা সোমবারের তুলনায় ৪.১৭% বেশি।
এই অঙ্কে ‘সাইয়ারা’ ছাপিয়ে গেছে বলিউডের বহু বিখ্যাত ছবিকে—
‘দঙ্গল’ (₹২৩.০৯ কোটি),
‘পাঠান’ (₹২৩ কোটি),
‘টাইগার জিন্দা হ্যায়’ (₹২১.৬ কোটি),
‘কেজিএফ ২’-কেও (প্রথম মঙ্গলবারের কালেকশন)!

বাণিজ্য বিশ্লেষকরা এই সাফল্যে রীতিমতো হতবাক। বছরের অন্যতম বড় হিট হিসেবে ইতিমধ্যেই নাম লেখাচ্ছে ‘সাইয়ারা’।
সপ্তাহের মাঝামাঝি দিনে এভাবে টানা চমকপ্রদ আয় করে, দর্শকদের ভালোবাসা আর রেকর্ড ভাঙার দাপটে বলিউডে নতুন ইতিহাস গড়ছে ‘সাইয়ারা’। ছবিটির জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে, এই সাফল্য আরও বহুদূর এগিয়ে যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now