গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাশিয়ায় তীব্র ভূমিকম্প ও ৬০০ বছরের মধ্যে ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির প্রথম অগ্ন্যুৎপাত

Published : August 4, 2025
---Advertisement---

রাশিয়ার সেভেরো-কুরিলস্ক থেকে ১২১ কিলোমিটার পূর্বে আজ সকালে ভারতীয় সময় ১১টার দিকে ৭.০ মাত্রার একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪০.৮ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ১,৮৫৬ মিটার উঁচু ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে পড়ে এবং ছাইয়ের মেঘ প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় উঠে যায়। আগ্নেয়গিরি প্রতিক্রিয়া দল KVERT জানিয়েছে, এটি ৬০০ বছরের মধ্যে আগ্নেয়গিরিটির প্রথম অগ্ন্যুৎপাত। লাভা গম্বুজ তৈরি ও তীব্র বাষ্প-গ্যাস নির্গমন লক্ষ্য করা গেছে।

ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি দুটি ওভারল্যাপিং স্ট্র্যাটোভলকানো নিয়ে গঠিত এবং এটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শেষ লাভা বিস্ফোরণ ঘটেছিল ১৪৬৩ সালে, আর সর্বশেষ ফুমারোলিক কার্যকলাপ রেকর্ড হয়েছিল ১৯৬৩ সালে। এই ভূমিকম্পটি ৩০ জুলাইয়ের ৮.৭ মাত্রার বিশাল ভূমিকম্পের পরপরই ঘটেছে, যা ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এরপর থেকে ১২৫টির বেশি আফটারশক রেকর্ড হয়েছে, যার মধ্যে তিনটি ৬.০ মাত্রার বেশি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হাওয়াই, জাপান ও মার্কিন উপকূলে জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে, তবে এলাকা এখনো উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now