গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৫০০ টাকার নোট বাতিল? ভাইরাল বার্তা ঘিরে বিভ্রান্তি কাটিয়ে জানুন আসল সত্য

Published : July 13, 2025
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৫০০ টাকার নোটের প্রচলন বন্ধ করতে চলেছে। এমনকি এটিএম থেকে ধাপে ধাপে এই নোট সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। বার্তাটি অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ৭৫% এটিএম এবং ২০২৬ সালের মার্চের মধ্যে ৯০% এটিএমে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ হবে। এমন গুজবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।

সরকার কী বলছে?
ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, RBI-এর পক্ষ থেকে এমন কোনও নির্দেশ বা ঘোষণা হয়নি। PIB-র পক্ষ থেকে জনগণকে সতর্ক করা হয়েছে, এই ধরনের মিথ্যা বার্তার ফাঁদে না পড়তে এবং শুধুমাত্র সরকারি উৎস থেকে প্রাপ্ত তথ্যই বিশ্বাস করতে।

তাহলে এমন গুজব কেন ছড়াল?
২০২৪ সালের এপ্রিল মাসে RBI একটি সার্কুলার জারি করেছিল, যেখানে ব্যাঙ্ক ও হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের ১০০ ও ২০০ টাকার নোটের প্রাপ্যতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেখান থেকেই অনেকে ভুয়ো জল্পনা তৈরি করে ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ছড়িয়েছে। অথচ RBI ৫০০ টাকার নোট নিয়ে কোনও পরিবর্তনের কথা বলেনি।

বর্তমান পরিস্থিতি
বর্তমানে বাজারে থাকা ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ ও গ্রহণযোগ্য। ২০১৬ সালের নোটবন্দির পর নতুন ৫০০ টাকার নোট চালু হয়, যাতে ১৭টি ভাষায় মূল্য লেখা রয়েছে এবং লাল কেল্লার ছবি রয়েছে।২০০০ টাকার নোট ২০২3 সালে ধাপে ধাপে বাজার থেকে তুলে নেওয়া হলেও, ৫০০ টাকার নোট এখনও চালু রয়েছে।সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না। যেকোনও আর্থিক বা সরকারি বিষয়ে যাচাই করে তবেই শেয়ার করুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now