গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বর্ধমান আরপিএফ।

Published : June 1, 2025
---Advertisement---

উদ্ধার হওয়া গাজার পরিমাণ ৫৪.২১ কেজি।প্রাথমিকভাবে আরপিএফ-এর অনুমান,উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা।ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান আরপিএফ। ধৃতদের আজ বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়।আরপিএফ সূত্রে জানা গেছে,ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছিল।

Read More – মোটা টাকা ঘুষ নিচ্ছিলেন চিকিৎসক!হাতেনাতে তাকে পাকড়াও করে সিবিআই

ধৃত শ্রীমল বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটা থানা এলাকায় এবং প্রসেনজিৎ রায়ের বাড়ি কোচবিহারেরই সাহেবগঞ্জ থানায় এলাকায়। অন্যদিকে আকাশ সিকদারের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকায়,সন্তু আলী মোল্লার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সঞ্জয় দাস উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এবং পূজা কীর্তনীয়ার বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায়।বর্ধমান আরপিএফ-এর পক্ষ থেকে বাজেয়াপ্ত করা গাঁজা সহ ধৃত ছয় জনকে কলকাতার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now