টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই বিদায় নিয়েছেন রোহিত শর্মা। এবার ওয়ানডে ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর কথা ভাবছেন ভারতীয় দলের এই সফল অধিনায়ক। ক্রিকেট মহলে জোর গুঞ্জন, ২০২৭ বিশ্বকাপের জন্য শুভমান গিলকে একদিনের দলের নতুন অধিনায়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। নেতৃত্ব হারালে রোহিত আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে পারেন।
রোহিতের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যাচ্ছে, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি স্ত্রী ঋতিকা, কন্যা সামাইরা এবং পুত্র আহানকে নিয়ে স্থায়ীভাবে লন্ডনে বসবাসের পরিকল্পনা করছেন। দেশের মিডিয়া ও জনসাধারণের নিরবচ্ছিন্ন দৃষ্টি থেকে দূরে সরে গিয়ে পরিবারকে সময় দিতে চান তিনি। ব্যক্তিগত পরিসর রক্ষা এবং মানসিক প্রশান্তির জন্য এই সিদ্ধান্ত নিচ্ছেন রোহিত।
প্রসঙ্গত, বিরাট কোহলিও প্রায়শই একই কারণে লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ক্রিকেট মাঠে দীর্ঘ দাপটের পর এবার রোহিত শর্মা জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হচ্ছেন। তার এই রুটিন বদলের পেছনে রয়েছে ব্যক্তিগত শান্তি ও পরিবারকেন্দ্রিক জীবনযাত্রার আকাঙ্ক্ষা।