গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুরোহিত-মৌলবী-শিক্ষক একসাথে! রায়নায় বাল্যবিবাহ রোখার অভিনব অভিযান

Published : July 3, 2025
---Advertisement---

মৌলবি, পুরোহিতদের সঙ্গে নিয়ে বাল্য বিবাহ রুখতে উদ্যোগী হল পূর্ব বর্ধমানের রায়নার মাছখান্ডা হাই স্কুল। স্কুল ছুট ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করল তারা।গরমের ছুটির পর স্কুল খুলতেই দেখা যাচ্ছে বেশ কিছু ছাত্রী আর স্কুলে আসছে না। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, আঠারো বছর বয়স হওয়ার আগেই তাদের কারো কারো বিয়ের প্রস্তুতি নিচ্ছে পরিবার। সেই বাল্য বিবাহ রুখতে তৎপর হল স্কুল।


এলাকায় মূলত সংখ্যালঘু ও ওপশিলি জাতি উপজাতির বাসিন্দাদের বসবাস। এই এলাকায় মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা বেশি। বাল্য বিবাহ রুখতে তাই তৎপর হল স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সচেতন করতে বাড়ি বাড়ি গেলেন শিক্ষকরা। সঙ্গে ছিলেন মৌলবী, পুরোহিত, পঞ্চায়েত প্রধানরাও।

Read more – হঠাৎ আউশগ্রামে অরিজিৎ সিং! রাত ৯.৩০-এ রাজবাড়ি চত্বরে চমক

তাঁরা বোঝান, ঘরের কাছে স্কুল থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রীরা। তাছাড়া মাঝপথে স্কুল ছেড়ে দেওয়ায় কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে তারা। স্কুলের এই অভিযানে মত বদল করেছেন অনেক অভিভাবক। আগামীকাল থেকে ফের মেয়েদের স্কুলে পাঠাবেন বলে জানিয়েছেন তাঁরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now