গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিম্নচাপের আশঙ্কায় ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে

Published : August 10, 2025
---Advertisement---

অগস্টের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরের ওপর ফের একবার নিম্নচাপ তৈরি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ অগস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছাকাছি এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে কতটা পড়বে, তা নির্ভর করছে নিম্নচাপের গতিপথের ওপর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যদি নিম্নচাপটি ওড়িশা অভিমুখেই অবস্থান করে, তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। যদিও ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গে জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, এবং সেই অনুযায়ী সেখানে প্রবল বৃষ্টি চলছে। চলতি অগস্ট মাসে বঙ্গোপসাগরে এই প্রথম নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে বর্ষা প্রবেশের পর এ বছর বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত মোট ৬টি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ১৩ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে।

বিশেষত শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। অন্যদিকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার ও বুধবার ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা। কোথাও ঝিরঝিরে তো কোথাও আবার একটু বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে স্বস্তি আসলেও, অস্বস্তিকর গরমের হাত থেকে মিলছে না রেহাই। ভারী বৃষ্টির কারণে এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা এখনও জলমগ্ন। এর মধ্যেই নতুন নিম্নচাপের সম্ভাবনায় সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now