রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও কিছু সূত্র জানিয়েছে যে, আগস্টের শেষে পুতিন ভারতে আসছেন, সেই খবর অস্বীকার করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাশিয়া সফর থেকে জানিয়েছেন, সফর নিয়ে এখনো কোনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। ক্রেমলিনের তরফে এই সফর নিয়ে কাজ চলছে। এই সফরের প্রেক্ষাপট আরও জটিল হয়েছে ভারতের সঙ্গে আমেরিকার সম্প্রতি শুরু হওয়া বাণিজ্য দ্বন্দ্বের কারণে। রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প, যার জেরে ভারতের উপর চাপানো হয়েছে ৫০ শতাংশ আমদানি শুল্ক। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বড় ধাক্কা।
আমেরিকার রোষের অন্যতম কারণ, ভারত-রাশিয়া ঘনিষ্ঠতা। ব্রিকস সদস্য দেশগুলোর ওপর দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ওয়াশিংটন। এবার ভারতের ওপর সরাসরি শুল্ক চাপিয়ে সেই অসন্তোষ আরও স্পষ্ট করে তুলল আমেরিকা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের ভারত সফরের মাধ্যমে রাশিয়া-ভারত সম্পর্ক আরও মজবুত হলে, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে। প্রশ্ন উঠছে—পুতিন আসার পর কি ওয়াশিংটনের তরফে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে? নজর এখন বিশ্বের তাবড় কূটনৈতিক মহলের দিকে।