আবারো জাতীয় সড়কে দূর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসা গ্রামে। মৃত বাইক আরোহীর নাম সমিরন রায়। তিনি বেসরকারি একটি চক্ষু হাসপাতালে কাজ করতেন। বর্ধমানের দিক থেকে বাইক নিয়ে তিনি দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন, গলসি ১ নম্বর ব্লকের পুরসা গ্রামে তার বাইক দূর্ঘটনার কবলে পরে, ঘটনাস্থলে মৃত্যু হয় সমিরন রায়ের।
এদিকে দূর্ঘটনার পরেই উত্তেজিত হয়ে পুরসা গ্রামের একাংশ, তারা জাতীয় সড়কের বর্ধমান-দুর্গাপুর গামি লেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে অবরোধ তুলে দেন। অবরোধ থাকার ফলে বেশ কিছুক্ষন জাতীয় সড়কে যানচলাচল ব্যহত থাকে, যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের বর্ধমান-দুর্গাপুর লেনে। পুলিশ যানজট মুক্ত করে যানচলাচল স্বাভাবিক করে।