পুরীর জগন্নাথ মন্দিরে ‘স্পাই’ ক্যামেরা লুকিয়ে ভিডিয়ো করার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। মঙ্গলবার মন্দিরের ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে নজরে আনেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে জেরা করতেই ফাঁস হয় আসল রহস্য—চোখে থাকা চশমার ভিতরে লুকানো ক্যামেরা। ধৃতের নাম অভিশিত কর, তিনি ভুবনেশ্বরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিশিতের চোখে ছিল ‘রে-ব্যান মেটা ওয়েফার’ ধরনের স্মার্ট চশমা। এই ধরনের চশমার উপরের দিকে একটি ক্ষুদ্র ক্যামেরা লাগানো থাকে, যা সরাসরি ফোনে সংযুক্ত থাকে এবং চাইলে লাইভ সম্প্রচারও করা যায়।
পুরী জেলার পুলিশ সুপার সুশীল মিশ্র জানিয়েছেন, ‘‘এক যুবক চশমার মধ্যে লুকানো ক্যামেরা ব্যবহার করে মন্দিরের ভিতরে ভিডিয়ো করার চেষ্টা করছিলেন। চশমাটি বাজেয়াপ্ত করা হয়েছে।’’ এখনও পরিষ্কার নয়, অভিযুক্ত ব্যক্তি নিছক মজার ছলে এই কাজ করেছিলেন, নাকি এর পেছনে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, জগন্নাথ মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশপথে স্পষ্টভাবে তা জানিয়ে সতর্কবার্তা ঝোলানো রয়েছে। এমনকি মোবাইল ফোন নিয়েও ভিতরে প্রবেশ করা যায় না। তবু এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে গোপনে ভিডিয়ো করার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।