পূর্ব বর্ধমান জেলার জামালপুর সহ একাধিক এলাকায় আজ সকাল থেকেই চলছে বাস ধর্মঘট। তার প্রভাব পড়েছে মেমারী-তারকেশ্বর রোডের বিভিন্ন রুটে। একাধিক বাস ও ট্রেকার পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। প্রতিদিন যাঁরা যাতায়াতের জন্য এই রুটগুলিকে ব্যবহার করেন, তাঁদের মধ্যে আজ তীব্র অসন্তোষ দেখা গেছে।
বাস মালিক ও ট্রেকার চালকদের দাবি, যাত্রী সংখ্যা লাগাতার কমে যাওয়ায় পরিষেবা চালানো দিন দিন অসম্ভব হয়ে উঠছে। টোটো এবং অটো-র সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যাত্রীদের একটা বড় অংশ সেগুলোর দিকে ঝুঁকেছেন। এর ফলে বাস বা ট্রেকার চালিয়ে যে ন্যূনতম খরচ ওঠে, তা মেটানোই সম্ভব হচ্ছে না। লাভ তো দূরের কথা, এখন প্রতিদিনই ক্ষতির মুখ দেখতে হচ্ছে — বলছেন মালিক ও চালকরা।
এই পরিস্থিতির প্রতিবাদেই গতকাল ইউনিয়নের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মঘটের ডাক দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আজ পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজন পড়েছেন চরম সমস্যার মুখে। কাজ, পড়াশোনা কিংবা জরুরি প্রয়োজন — সব ক্ষেত্রেই যাতায়াত হয়ে পড়েছে দুঃসাধ্য।