উৎসবের মরসুম ও শ্রাবণী মেলাকে ঘিরে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যাত্রী চাহিদা মাথায় রেখে এবার পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা ২০-এ উন্নীত করা হয়েছে। এর ফলে প্রতিদিন আরও প্রায় ৬০০ জন যাত্রী এই রুটে যাতায়াত করতে পারবেন। প্রথমে আটটি কোচ নিয়ে শুরু হওয়া এই আধুনিক ট্রেনে যাত্রী চাহিদার কারণে আগেই কোচ সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো কোচ সংখ্যা বাড়ানো হল। উচ্চ গতি, আধুনিক সুযোগ-সুবিধা এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ট্রেন ইতিমধ্যেই বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে।
পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২২৩৪৭/২২৩৪৮) সপ্তাহে ছয়দিন চলাচল করে—শুধুমাত্র বুধবার বন্ধ। পটনা থেকে সকাল ৮টায় ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছায় দুপুর ২:৩৫-এ। ফিরতি পথে, হাওড়া থেকে বিকেল ৩:৫০-এ ছেড়ে রাত ১০:৪০-এ পাটনা পৌঁছায়। পুরো যাত্রাপথে ট্রেনটি মোট ১০টি স্টেশনে থামে, যার মধ্যে রয়েছে: পটনা সাহেব, বখতিয়ারপুর, মোকামা, লক্ষ্মীসরাই, জাসিডিহ, জামতারা, আসানসোল ও দুর্গাপুর। টিকিটের দাম এসি চেয়ার কারে ১৪৬০ থেকে ১৫১৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে ২৬৮৫ থেকে ২৭৩৫ টাকার মধ্যে। এই অতিরিক্ত কোচ বৃদ্ধির সিদ্ধান্তে যাত্রীদের টিকিট পাওয়া সহজ হবে এবং যাত্রা হবে আরও আরামদায়ক।