গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্যান-ইন্ডিয়া গাড়ি চুরির চক্র ফাঁস, কলকাতা থেকে শুরু—গাড়ি উদ্ধার বিহারে

Published : June 22, 2025
---Advertisement---

সম্পূর্ণ পরিকল্পিতভাবে চুরি হওয়া একটি নতুন মাহিন্দ্রা স্করপিও গাড়ির সূত্র ধরে প্যান-ইন্ডিয়া গাড়ি চুরির এক বিশাল চক্রের হদিস পেল ভবানীপুর থানার পুলিশ। মামলাটি (ভবানীপুর থানার কেস নম্বর ১২২, তারিখ ০৩.০৬.২৫) দায়ের হয়, হরিদেবপুরের বাসিন্দা রাজেশ সিংহর অভিযোগের ভিত্তিতে। অভিযোগ অনুসারে, রাজেশ সিং ‘ওয়ার্ক ইন্ডিয়া’ অ্যাপের মাধ্যমে ২৯ মে ২০২৫ তারিখে মোহিত কুমার নামক এক চালককে নিয়োগ করেছিলেন। ২ জুন গাড়ির চালকের মোবাইল বন্ধ পাওয়া গেলে, জিপিএস-এর মাধ্যমে গাড়ির শেষ অবস্থান আসানসোলে পাওয়া যায়। এরপর তিনি অভিযোগ দায়ের করেন।

Read more – লাল গেঞ্জি, গামছা মাথায় ইলামবাজারে কি খুঁজছেন গায়ক অরিজিৎ সিং ?

তদন্তে উঠে আসে, মোহিত ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে এবং একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। আসানসোল ও জামশেদপুরে একাধিক রেইড চালিয়ে ১১ জুন সিধগোড়া থানার অধীনস্থ এলাকা থেকে মোহিত কুমারকে গ্রেফতার করা হয়। তার বয়ানে মূলচক্রের হোতা তুষার দত্ত ওরফে বুম্বাকে ১৬ জুন বারুইপুর থানা এলাকার এক গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়। এরপর শ্রী জি মোটরসের মালিক অভিনাশ সিংকে এবং পরে বিহারের সমপুর থেকে রঘুবীর কুমার নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

রঘুবীর চুরি করা গাড়ির চেসিস নম্বর পাল্টে সীতামারহির গাড়ি বাজারে বিক্রি করে দেয়। অবশেষে সেই গাড়িটি (WB 10 F 4934, পাল্টানো নম্বর: BR-01 JD 7332) উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্র দিল্লি, বিহার, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে সক্রিয় এবং তদন্তে আরও চুরি যাওয়া গাড়ি উদ্ধার হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now