গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্প, সুনামিতে কাঁপছে রাশিয়া-জাপান, কিন্তু ভারত কতটা ঝুঁকিতে? INCOIS-এর আশ্বাস

Published : July 31, 2025
---Advertisement---

বুধবার ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ২০ কিলোমিটার গভীরে। এতটাই প্রবল ছিল এই ভূমিকম্প যে রাশিয়া, জাপান, হাওয়াই এবং আলাস্কার উপকূলে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, হোক্কাইডো ও তোকাচির উপকূলে ১.৩ ফুট পর্যন্ত উঁচু সুনামির ঢেউ পৌঁছেছে। আফটারশকও নথিভুক্ত হয়েছে একাধিকবার, যার মধ্যে একটির মাত্রা ছিল ৬.৯। এর জেরে উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ মানুষকে।

আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে আতঙ্ক— এবার কি ভারত মহাসাগরীয় অঞ্চলও সুনামির কবলে পড়তে চলেছে? বিশেষত ২০০৪ সালের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। তবে স্বস্তির খবর, ভারতীয় সুনামি সতর্কীকরণ পরিষেবা INCOIS স্পষ্ট জানিয়েছে— এই ভূমিকম্পের কারণে ভারত বা ভারত মহাসাগর অঞ্চলে কোনও সুনামির আশঙ্কা নেই।
INCOIS জানায়, ৩০ জুলাই ভোর ৪টা ৫৪ মিনিটে কামচাটকার ৫২.৫৭° উত্তর এবং ১৬০.০৮° পূর্ব অক্ষাংশে ৮.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এটি ৮.৮ মাত্রা বলে জানাচ্ছে। INCOIS-এর মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল এমন একটি অঞ্চলে যা ভারত মহাসাগর থেকে অনেক দূরে। ফলে ভারতের উপকূলীয় এলাকাগুলি আপাতত সুরক্ষিত।

আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ড, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের সতর্ক থাকার বার্তাও দিয়েছেন। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক সুনামি পর্যবেক্ষণ কেন্দ্রগুলি। আর ভারতের জন্য INCOIS-এর বার্তা আপাতত স্বস্তিদায়ক। প্রশান্ত মহাসাগর কাঁপলেও, ভারত মহাসাগর এখনো শান্ত। তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস শতভাগ নিশ্চিত নয়, তাই সাবধানতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now