গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অক্সিজেন ছাড়া পৃথিবী – এক ভবিষ্যতের সতর্ক বার্তা

Published : August 13, 2025
---Advertisement---

ভয় পেতে নয়, সচেতন হতে শুনুন! আজ যে অক্সিজেন আমাদের বাঁচিয়ে রেখেছে, ভবিষ্যতে একদিন সেটাই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে—এমনটাই বলছে NASA এবং জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা। গবেষণায় বলা হয়েছে, আজ থেকে প্রায় ১ বিলিয়ন বছর পর, পৃথিবীর বায়ুমণ্ডলে আর থাকবে না সেই পরিচিত অক্সিজেন। শ্বাস নেওয়া হয়ে উঠবে অসম্ভব, এবং পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে।

কিন্তু কেন এমনটা হবে?

বিজ্ঞানীরা ৪ লক্ষেরও বেশি কম্পিউটার সিমুলেশন চালিয়ে দেখেছেন—সূর্য যত পুরনো হবে, ততই তার তাপ এবং আলো বাড়বে। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়বে, মহাসাগরের জল বাষ্প হয়ে যাবে, গাছপালা ধ্বংস হবে, আর গাছ না থাকলে, অক্সিজেনও থাকবে না। অর্থাৎ, আমাদের জীবনের মূল চাবিকাঠিই তখন হারিয়ে যাবে। বিজ্ঞানীরা আরও বলছেন, প্রায় ৯৯,৯৯,৯৯,৯৯৬ বছর পর পৃথিবীতে জীবন থাকা কঠিন হয়ে পড়বে এবং ১,০০,০০,০২,০২১ বছরের মধ্যে সমস্ত অক্সিজেন-নির্ভর প্রাণ শেষ হয়ে যেতে পারে। তবে সম্পূর্ণ প্রাণহীন হবে না পৃথিবী। তখন টিকে থাকবে কেবল কিছু অক্সিজেন ছাড়া বাঁচতে সক্ষম অণুজীব। পৃথিবী আবার ফিরে যাবে সেই প্রাচীন অ্যানেরোবিক যুগে। শুনতে ভয়াবহ লাগলেও, এই গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—পৃথিবী চিরস্থায়ী নয়। এটা একটা মূল্যবান সুযোগ, একটা নাজুক ভারসাম্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now