অপারেশন সিঁদুরে ধ্বংস জইশ ঘাঁটি, ধ্বংস পাকিস্তানের দুটি ফাইটার বিমান

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে ধ্বংস হল জইশ ঘাঁটি। এক্কেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন চালিয়েছে ভারতীয় সেনা। লাহোরের কাছ পর্যন্ত পৌছে গিয়েছিল তারা। রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। ১৫দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারত। দুটি পাক ফাইটার বিমান ধ্বংস করেছে ভারত।বাহাওয়ালপুরে পুলওয়ামা হামলার ট্রেনিং সেন্টার ধ্বংস হয়েছে। শিয়ালকোটে ISI-র মদতে চলা হিজবুল লঞ্চিং প্যাডও ধ্বংস হয়েছে। ভিমবেরে জঙ্গি অনুপ্রবেশে লস্কর-ই-তৈবার ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে। কোটলিতেও জইশ-ই-মহম্মদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়ছে। সেখানে হিজবুল মুজাহিদিনের অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানে ভারতের স্ট্রাইকে নিহত হয়েছে মাসুদ আজহারের পরিবারের ১৪ সদস্য। মাসুদের ভাই জঙ্গি রউফ অসগরের অবস্থা আশঙ্কাজনক। রউফের ছেলে মারা গিয়েছে। পরিবারের এক মহিলা সদস্যেরও মৃত্যু হয়েছে।ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, লস্কর জঙ্গিদের ট্রেনিং সেন্টার শাওয়ালি নাওয়া ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে। বাহাওয়ালপুরে ঘাঁটিতে ২৫০ জঙ্গি ছিল। মুরিদকেতে ১২০ জন জঙ্গি হাজির ছিল। প্রত্যাঘাতের সময় মুজফফরাবাদ ও কোটলিতে ২০০ জঙ্গি হাজির ছিল। শিয়ালকোট, গুলপুর, ভিমবের, চক আমরুর ঘাঁটিতে হামলার সময় ৩০০-র উপর জঙ্গি ছিল।

পাক অধীকৃত কাশ্মীরের মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত চালানো হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলী, ভিম্বর, চক আমরুর জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের ওপর রাতভর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্ট্রোল রুম থেকে অপারেশনে ছিলেন অজিত ডোভাল। সেনার ৩ বাহিনীর প্রধানের সঙ্গে কথা বললেন রাজনাথ সিংহ।

অন্যান

অন্যান