জম্মু-কাশ্মীরের দারা অঞ্চলে সন্ত্রাস দমনে বড় সাফল্য ভারতের। দাচিগাম জাতীয় উদ্যানের জঙ্গলে সোমবার ভোরে শুরু হয় ‘অপারেশন মহাদেব’, যার নেতৃত্বে ছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। এই যৌথ অভিযানে খতম করা হয়েছে পহেলগাম হামলার সঙ্গে জড়িত তিন পাকিস্তানি জঙ্গিকে। খবর নিশ্চিত করেছে শ্রীনগরের চিনার কর্পস। সূত্রের দাবি, আগে থেকেই গোয়েন্দা ইনপুট ছিল যে হারওয়ান এলাকার মুলনার জঙ্গলে লুকিয়ে রয়েছে তিন জঙ্গি। সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেনা সদস্যরা এলাকায় ঢুকতেই জঙ্গিরা দু’রাউন্ড গুলি চালায়। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলি চালনার এই লড়াইয়ে শেষপর্যন্ত খতম হয় ওই তিন পাক জঙ্গি।
এই অভিযানের পর পুরো দারা অঞ্চলকে ঘিরে ফেলে আরও জোরদার তল্লাশি শুরু করা হয়েছে। বিশেষ করে মাউন্ট মহাদেবের আশপাশে নজরদারি বাড়ানো হয়। উল্লেখ্য, দারা অঞ্চলটি মূলত একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য, কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা হুমকির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই ‘অপারেশন মহাদেব’ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনার কর্পস তাদের এক্স হ্যান্ডেলে জানায়, এই সফল অপারেশন দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ। গোটা এলাকায় এখনও অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী, যাতে কোনও রকম জঙ্গি তৎপরতা ফের মাথাচাড়া না দিতে পারে।