গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নীতা আম্বানির মোবাইলের দাম শুনলে চোখ কপালে উঠবে

Published : July 14, 2025
---Advertisement---

তাঁর নাম শুনলেই মাথায় আসে রাজকীয়য়তা, বৈভব আর বিলাসিতার এক অনন্য প্রতিচ্ছবি—হ্যাঁ, বলছি নীতা আম্বানির কথা। একজন সফল ব্যবসায়ী, সমাজসেবী এবং ভারতের সবচেয়ে ধনী পরিবারের গৃহিণী হিসেবে নীতা আম্বানি সর্বদা থাকেন আলোচনার কেন্দ্রে। ১৯৮৫ সালে মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বিয়ে হয়। তিন সন্তানের জননী নীতা আম্বানি কেবল একজন ঘরনি নন, তিনি নিজেই একজন শক্তিশালী নারী উদ্যোক্তা। তবে আজ আমরা কথা বলবো তাঁর বিলাসবহুল জীবনযাত্রা এবং একটি বিশেষ বিষয়ে—নীতা আম্বানি কোন মোবাইল ফোন ব্যবহার করেন? আজকের দিনে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি ক্ষমতার প্রতীকও বটে। আর এই তালিকায় নীতা আম্বানির নাম থাকবেই। আপনি কি জানেন, তিনি যে ফোনটি ব্যবহার করেন, তার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে!

নীতা আম্বানির কাছে আছে বিশ্বের সবচেয়ে দামী ফোন—ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড এডিশন। এর দাম প্রায় ৪৮.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩১৫ কোটি টাকা! হ্যাঁ, ঠিকই শুনছেন—এই ফোনটির মূল্য দিয়ে গোটা একটা মোবাইল কোম্পানি শুরু করা সম্ভব! এই ফোনটি তৈরি হয়েছে ২৪ ক্যারেট সোনা ও পিঙ্ক গোল্ড দিয়ে। এতে রয়েছে প্ল্যাটিনামের কাটিং, যা এটিকে প্রায় অভেদ্য করে তোলে। শুধু তাই নয়, এই ফোনটি হ্যাক করা একেবারেই অসম্ভব—যদি কেউ চেষ্টা করে, সঙ্গে সঙ্গে ফোনের মালিকের কাছে সতর্কবার্তা পৌঁছে যায়। নীতা আম্বানির বিলাসী জীবন এখানেই থেমে যায় না। কিছুদিন আগেই তিনি শিরোনামে এসেছিলেন তাঁর হ্যান্ডব্যাগের জন্য, যার দাম ৩০ থেকে ৪০ লক্ষ টাকা! এমনকি, শোনা যায় তাঁর বাড়িতে তৈরি এক কাপ চায়ের দাম প্রায় ৩ লক্ষ টাকা! নীতা আম্বানি যেন এক জীবন্ত কিংবদন্তি—যাঁর প্রতিটি পদক্ষেপে মেলে বিলাসিতা, শ্রেষ্ঠত্ব আর অনুপ্রেরণা। তাঁর ফোন শুধু একটি গ্যাজেট নয়—এটি এক রাজকীয় স্টেটমেন্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now