এক মাস মুম্বই শহরে কাটিয়ে গায়ক হয়ে কলকাতায় ফিরলেন অভিনেতা নীল ভট্টাচার্য। তিন চারদিনের জন্য এসেছেন তিনি। আবার উড়ে যাবেন মায়ানগরীতে। নীলকে কী উপহার দিলেন তৃণা? জন্মদিন উপলক্ষে কলকাতায় ফিরেছেন নীল। ৭ জুন মুক্তি পেল নীলের গাওয়া প্রথম হিন্দি গান। গানের নাম ‘টাল্লি’। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার নানা মজার ঘটনাকে কেন্দ্র করেই এই গান। নীলের জন্মদিনের রাতেই এই গান ছুঁয়ে ফেলেছে প্রায় ১০ লক্ষ ভিউ।
মুম্বইয়ে বসবাস নিয়ে সংবাদ মাধ্যমকে নীল বলেন, আমি আগে কখনও একা থাকিনি। তাই নিজেকে গুছিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছেই। তিন-চার মাস একটা ট্রেনিং এর মধ্যে থাকব, তারপর দেখা যাক কি হয়।” নীলের গান শুনে তৃণা বলেন, কলেজ লাইফ থেকেই আমি ওকে বলতাম গান গাইতে। কারণ নীল বরাবর খুব ভাল গান গায়। তাই আমি দারুণ খুশি।নীলের জন্মদিনের পার্টির আয়োজন একা হাতে করেছেন তৃণা। এছাড়াও নীলের পছন্দের একটি ঘড়ি উপহার দিয়েছেন তিনি। তিন-চার দিন এই শহরে থাকবেন নীল। পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে সময় কাটানোর চিন্তাভাবনা রয়েছে অভিনেতার। এখনই নতুন কোনও কাজে ফেরার কথা ভাবছেন না নীল। তবে সময় নিচ্ছেন, আরও দক্ষ অভিনেতা হয়ে ওঠার জন্য।