মোটা টাকা দাম দিয়ে আপনি কিনছেন নামি ব্র্যান্ডের চা। কিন্তু আপনি কি জানেন সেগুলি নকল! হ্যাঁ, জেলা প্রশাসনের অভিযানে সামনে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। নামি ব্যান্ডের প্যাকেটে ভরা হচ্ছে নকল চা। সেই চা পাতাই বিক্রি করা হচ্ছিল চড়া দামে।
নকল চা পাতা উদ্ধার: বর্ধমানে অভিযান
বর্ধমানের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চা পাতা উদ্ধার করলো জেলা দুর্নীতি দমন শাখা।জানা গিয়েছে, বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে অভিযান চালায় একটি নামী সংস্থার আধিকারিকরা। বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান করে তারা। সেখানে একাধিক ছোট দোকান থেকে একটি নামি সংস্থার প্যাকেটে নকল চা পাতা উদ্ধার করেন তারা।
নামি ব্র্যান্ডের প্যাকেটে নকল চা কেন?
বেশিরভাগই ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম এর প্যাকেট বলে জানা গিয়েছে। বাজার এলাকার প্রায় পাঁচটি দোকান থেকে ভুয়ো চায়ের পাতা উদ্ধার হয়েছে। সবকটি ক্ষেত্রেই ওই নামি সংস্থার প্যাকেটের মোড়কে নকল চায়ের পাতা গুলি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।এক দোকানদার জানান,আমাদের পক্ষে চায়ের পাতা নকল কিনা বোঝা মুশকিল। কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট কোন গাইডলাইন থাকলে তবেই আসল ও নকলের মধ্যে তফাৎ বোঝা যাবে। ক্রেতাদের প্রয়োজনে ব্যবসায়ীরা চায়ের প্যাকেটগুলি কিনেছিল। কোম্পানির লোক এসেই সেই সামগ্রী সরবরাহ করেছিল। এখন কোনটা নকল আর কোনটা আসল এইসব বোঝা আমাদের কাজ নয়।
Read More – পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস: সভাপতি পদে রদবদলের সম্ভাবনা
সংস্থার অ্যান্টি পাইরেসি সার্কেল অফিসার অঞ্জন কুমার দাশগুপ্ত বলেন, ” সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়েছে। আমাদের কোম্পানির মোড়কে নকল চা পাতা বাজারে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। বর্ধমানের বাজারের বেশ কিছু দোকান থেকে নকল চা পাতা উদ্ধার হয়েছে।