গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড নয়, প্রয়োজন এই তিন নথি

Published : July 14, 2025
---Advertisement---

অনেকেই মনে করেন আধার কার্ড থাকলেই তাঁরা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। কিন্তু এই ধারণা সঠিক নয়। আধার শুধুমাত্র একটি পরিচয় পত্র, এটি নাগরিকত্বের প্রমাণ নয় — এমনটাই স্পষ্ট করেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার। সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায়, আধার কার্ডকে নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। কেন্দ্রও এই অবস্থানকে সমর্থন করে জানায়, আধার কেবলমাত্র একটি পরিচয় যাচাইয়ের ডকুমেন্ট, যা নাগরিক বা অনাগরিক — উভয়েরই থাকতে পারে।

Read More – আরও ৫০০ টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে! কবে ঘোষনা?

তাহলে কী কী ডকুমেন্ট নাগরিকত্ব প্রমাণে জরুরি?

১. পাসপোর্ট:
ভ্রমণের পাশাপাশি, এটি ভারতীয় নাগরিকত্বের একটি বৈধ প্রমাণপত্র। বিদেশ ভ্রমণে এটি বাধ্যতামূলক।

২. জন্ম শংসাপত্র:
নাগরিকত্বের অন্যতম প্রাথমিক প্রমাণ। জন্মস্থান, তারিখ, নাম ও ঠিকানা এই সার্টিফিকেটে লিপিবদ্ধ থাকে।

৩. ভোটার কার্ড (EPIC):
১৮ বছর বয়সের পর এটি থাকা বাধ্যতামূলক। এই কার্ডে থাকা নাম নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে, যা ভারতীয় নাগরিকের অন্যতম অধিকার।

সুতরাং, আধার যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, নাগরিকত্বের দাবিতে এর একা কোনো ভূমিকা নেই। নাগরিকত্ব প্রমাণে উপরোক্ত ডকুমেন্টগুলির উপস্থিতিই গুরুত্বপূর্ণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now