গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এবারে ১লক্ষ ১০ হাজার টাকা, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

Published : July 31, 2025
---Advertisement---

দুর্গাপুজোকে ঘিরে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি ক্লাবকে দেওয়া অনুদান এবার একধাক্কায় বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১০ হাজার টাকা। গত বছর ক্লাবপিছু অনুদান ছিল ৮৫ হাজার টাকা। এবার সেই অনুদান ২৫ হাজার টাকা বাড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই। বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান, “পুজোর জন্য কত মানুষ রোজগার করেন, পাড়ার ছেলেমেয়েরা নিজেদের কাজ ফেলে পুজোর প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার অন্যতম বৃহৎ উৎসব।”

মুখ্যমন্ত্রী জানান, মহালয়ার আগেই শুরু হবে পুজো উদ্বোধন, আর সেই সময় থেকেই পুলিশ প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। থাকছে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম, মোবাইল পেট্রলিং, ওয়াচ টাওয়ার, বাসস্ট্যান্ড ও ফেরিঘাটে নজরদারি। এছাড়া ঘোষণা হয়েছে, আগামী ৫ অক্টোবর হবে দুর্গাপুজোর কার্নিভাল। বিসর্জনের জন্য তিন দিন সময় পাবেন পুজো উদ্যোক্তারা। সবমিলিয়ে দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বাড়তি সতর্কতা ও উৎসবের আবহ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now