গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেমারি কলেজে ক্ষমতা দখল ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার ৩

Published : July 1, 2025
---Advertisement---

ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ মেমারিতে, গ্রেফতার তিন, রবিবার পেশ আদালতে। মেমারিতে তৃণমূলের গোষ্ঠীবিবাদ নতুন নয়।এর আগেও মেমারিতে বহুবার তৃণমূলের গোষ্ঠী বিবাদ দেখা দিয়েছে, গোষ্ঠি বিবাদের জেরে হাত হাতির ঘটনাও ঘটেছে একাধিকবার। তবে এক্ষেত্রে ঘটনা মেমারি কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে।

Read more – মুখ্যমন্ত্রীর উপহার: জামালপুরে প্রতিটি পরিবারে জগন্নাথের প্রসাদ

সূত্র মারফত জানা গেছে, মেমারিতে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে এই বিবাদ। বিবাদের জেরে গত শনিবার রাতে মারামারির ঘটনা ঘটে। মেমারি স্টেশন সংলগ্ন এলাকায়। গ্রেপ্তার তিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী।রবিবার তাদের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল রুদ্রকান্ত ঘোষাল, বয়স ২৪ বছর,বাড়ি মেমারির গান্তার বটতলা এলাকায়, অর্ণব চৌধুরী ২২ বছর, বাড়ি কেননা সংলগ্ন দেহুরা এলাকায়, এবং শেখ নায়েস আলী, বয়স ২১ বছর,বাড়ি মেমারির তালপাতা এলাকায়।

প্রসঙ্গত সূত্র মারফত জানা যায়, ঘটনার সূত্রপাত মেমারি কলেজের ক্ষমতার কতৃত্ত্ব কাদের দখলে থাকবে এনিয়ে। আর সেই জন্যই এমন লড়াই।এক গোষ্ঠীর ছাত্র নেতাকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ হয় মেমারি থানাতে। পাল্টা মারধোরের অভিযোগ অন্য গোষ্ঠীর বিরুদ্ধেও। মারামারির ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে এবং রবিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বলে জানা গেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now