গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেমারির কালসি সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

Published : May 6, 2025
---Advertisement---

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১,আহত ২ঘটনাটি ঘটেছে মেমারির কালসি সংলগ্ন এলাকায়।ঘটনায় মৃত্যু হয়েছে ছোট হাতি গাড়িতে থাকা এক আরোহির। আহত দুই গাড়ি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেলে।

মৃতের নাম প্রবীর ঘোষ(৩৪),বর্ধমানের ভিটা এলাকার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জি টি রোড ধরে পান্ডুয়ার দিকে যাওয়া ছোট হাতি গাড়ির সাথে মেমারির দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।।
ঘটনায় দুমড়ে মুছরে যায় ছোট হাতি গাড়িটির সামনের অংশ।ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট হাতিতে থাকা গাড়ির এক আরোহির।গুরুতর জখম হয় ছোটো হাতি গাড়ির চালক ও ট্রাক চালক।

ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ছোটো হাতির আরোহি প্রবীর ঘোষকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক। অন্যদিকে, ছোটো হাতির গাড়ির চালক ও ট্রাক চালককে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেলে।গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now