নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস একটি মোটর সাইকেল ও গাছে ধাক্কা মেরে রাস্তা থেকে পাশের নয়ানজুলিতে উলটে গেল। এই ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হন বেশ কয়েকজন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারী থানার কাজি ডাঙ্গা মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।বাসটি সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল।
জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মোটর সাইকেলে ধাক্কা মারে। এরপর একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় মোটর সাইকেল আরোহীর। বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।
Read more – ISRO Space Camp 2025 :শিবিরে অংশ নিচ্ছে মেমারির দুই ছাত্রছাত্রী কুশারী ও সপ্তক

ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া ফাড়ির পুলিশ।আহতদের উদ্ধার করে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
ঘটনাকে ঘিরে চাঞ্চলল্য সৃষ্টি হয় এলাকায়। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে রাস্তা।পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে ক্রেনে র সাহায্যে তোলা হয়।