গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাটির পাত্রের জল খাচ্ছেন? এই নিয়মগুলি মেনে চলছেন তো!

Published : June 4, 2025
---Advertisement---

গরমের সময়ে মাটির পাত্রে জলের স্বাদই আলাদা। শীতল জলে প্রাণটা যেন জুড়িয়ে যায়। ঘরে ফ্রিজ থাকলেও এখনও অনেকে মাটির পাত্রের জল পান করা পছন্দ করেন। তবে মাটির পাত্রে জল রাখা নিয়ে কয়েকটি নিয়ম রয়েছে। সেগুলি যদি না মেনে চলেন তাহলে এই পাত্রের জলও হতে পারে বিষ। কি সেই নিয়ম জানুন এই প্রতিবেদনে। মাটির পাত্রে জল রেখে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী বলে মনে করা হয়। এ ছাড়া উপাদানের দিক থেকে মাটির পাত্র খুব গুরুত্বপূর্ণ। প্রতি দুদিন অন্তর মাটির পাত্রটি ভাল করে পরিষ্কার করে সেখানে নতুন করে জল রাখুন। যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে একদিন করে মাটির পাত্রটি খোলা রোদে একবার করে শুকিয়ে নিন।

ব্যাকটেরিয়া থেকে মাটির পাত্রকে মুক্ত রাখতে নতুন মাটির পাত্রই সর্বদা ব্যবহার করুন। ভিতরে যাতে শ্যাওলা না জমা হয় সেদিক সবসময় নজর রাখুন। মাটির পাত্র থেকে জল নেওয়ার জন্য একটি পাত্র ব্যবহার করতে পারেন। সেখান থেকে আপনার পাত্রটি ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। জ্যোতিষ মতে,মাটির পাত্রে জল রাখা অত্যন্ত শুভ। তবে দেখতে হবে মাটির পাত্র যেন কোনও সময় খালি না থাকে। বিশেষ করে রাতে যেন কোনও ভাবেই মাটির পাত্র খালি না হয়। বাড়িতে প্রথম মাটির পাত্র এনে জল ভর্তি করার পর সবার প্রথমে বাড়ির সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে জল খেতে দিন। এতে বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পায়। মাটির পাত্রটা অবশ্যই বাড়ির বাঁ দিকের ঘরের সঠিক দিকে রাখতে হবে। মাটির পাত্র রাখার সঠিক দিক হল উত্তর দিক। যদি উত্তর দিকে রাখা সম্ভব না হয়, তা হলে উত্তর-পূর্ব দিকেও রাখা যেতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now