বর্ধমানের পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ। কারখানার ফার্নেসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর আহত হয়েছেন বারো জন। এছাড়াও বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। সোমবার বিকেলে ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ফার্নেসে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় সেখানে অন্তত তিরিশ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই বিকট শব্দে বয়লার ফেটে যায়। গরম লোহা বহুদূর ছিটকে পড়ে। কাছে থাকা কর্মীরা গুরুতর আহত হন। স্হানীয়রাই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
কর্মীদের অভিযোগ, বিশ্রাম না দিয়ে বয়লারটিতে দিনরাত এক করে উৎপাদন চলছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। রক্ষণাবেক্ষণেরও অভাব ছিল বলে অভিযোগ তাদের।জেলা পুলিশ জানিয়েছে, কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। শিল্প বিষয়ক দফতরও এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখবে।