পূর্ব বর্ধমানের মেমারি বোহারের সোনাডাঙ্গা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। রবিবার রাত দশটা নাগাদ একটি আম বোঝাই গাড়ি উল্টে পড়ে পাশের পুকুরে।জানা গিয়েছে, গাড়িটি কালনা দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল কালনা-বর্ধমান রোড ধরে। পথের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে যায় গাড়িটি।
বিস্ফোরণের মতো শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। খবর দেওয়া হয় মেমারি থানায় ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে।পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম ঘটনাস্থলে এসে একটানা উদ্ধার কাজ চালিয়ে গাড়ির ভেতর থেকে দুই ব্যক্তির দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, গাড়িতে আরও একজন ছিলেন — তাঁর খোঁজে সোমবার ও চলছে তল্লাশি। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।