মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন: শিক্ষকদের স্কুলে যাওয়ার আহ্বান, বেতনের নিশ্চয়তা দিলেন

রাস্তায় বসে না থেকে শিক্ষকদের স্কুলে যাওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই গরমে রাস্তায় বসে না থেকে নিশ্চিন্তে স্কুলে যান। বেতন নিয়ে আপনাদের ভাবতে হবে না। যাঁরা উস্কাচ্ছে তাঁরা কিন্তু বেতন দেবে না। মঙ্গলবার মেদিনীপুরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে গিয়ে মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি জানান, গ্রুপ সি ও ডি কর্মীদের বিষয়টিও দেখা হচ্ছে।

সোমবার যোগ্য ও অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশের দাবি নিয়ে এসএসসি অফিস ঘেরাও করে চাকরিহারা শিক্ষকদের একটা বড় অংশ। সন্ধে ছটা নাগাদ সেই তালিকা প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছিল। বিকেল পাঁচটা নাগাদ চাকরিহারাদের তের জন প্রতিনিধিকে আলোচনায় ডেকে পাঠানো হয়। চাকরিহারাদের দাবি, চতুর্থ থেকে অষ্টম কাউন্সিলিং পর্যন্ত চাকরিপ্রাপকদের অবৈধ তালিকায় রাখতে চলেছে এসএসসি। এই খবর আসা মাত্র ধুন্ধুমার শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে ঠেলাঠেলি শুরু হয়ে যায় চাকরিহারা শিক্ষকদের।

চাপের কাছে নতিস্বীকার না করে এসএসসি গভীর রাতে বিবৃতি দিয়ে জানায়, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। কোনও লিস্ট প্রকাশিত হবে না। খুব তাড়াতাড়ি রিভিউ পিটিশনে যাওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলা হবে। শিক্ষকরা যথাসময়ে বেতন পাবেন।

অন্যান

অন্যান