পূর্ব বর্ধমান জেলার গলসি জাতীয় সড়কে লড়ির পিছনে ধাক্কা কন্টেইনারের। দূর্ঘটনায় আহত গাড়িতে থাকা চালক খালাসি সহ ৩ জন।জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে গলসি বাজারের কাছে জাতীয় সড়কে দাড়িয়ে ছিলো লড়িটি, বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাবার সময় একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা লড়িটির পিছনে ধাক্কা মারে। দূর্ঘটনায় আহত হন ৩ জন।
দূর্ঘটনার সাথে সাথেই ছুটে আসেন স্থানিয়রা খবর দেওয়া হয় গলসি থানায়, পুলিশ ও স্থানিয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

দূর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের বর্ধমান দুর্গাপুর লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে জানজট মুক্ত করে যানচলাচল স্বাভাবিক করে।