মালদা জেলা পরিষদে আগুন। জেলা পরিষদের তৃতীয় তলায় সকালে আগুন ও ধোঁওয়া দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে। চারতলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে সেখানে।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিন সংক্রান্ত সমস্যা তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল কর্তৃপক্ষের। তবে ক্ষয়ক্ষতি এখনও স্পষ্ট নয়।ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিবসহ আধিকারিকেরা।
Read More – http://ডিভিসির জলে ভাসবে দক্ষিণবঙ্গ ? কোন কোন জেলায় বন্যার আশঙ্কা জানুন
তবে ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্তা জানিয়েছেন, গতকাল একটি নতুন এসি বসানো হয়েছিল। তাতে কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টি জানানো হয়েছিল ঠিকাদার সংস্থাকে। সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।