গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নামিদামি কসমেটিক্স দূরে রাখুন, মা ঠাকুমাদের টোটকায় জেল্লা বাড়ান মুখের

Published : May 21, 2025
---Advertisement---

এখন অল্প বয়স থেকেই ত্বকের সমস্যায় জেরবার হচ্ছেন অনেকে। কেউ ব্রণর সমস্যায় ভুগছেন, কারওর আবার বলিরেখার সমস্যা। অনেকে অকালেই হারাচ্ছেন ত্বকের জৌলুস। বাজারচলতি প্রসাধনীর ওপর ভরসা করেও সুরাহা মিলছে না। মা-ঠাকুমার রূপটানের টোটকায় রাতারাতি ফিরিয়ে আনুন ত্বকের জেল্লা। কোন কোন ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে পাবেন ঝাঁ-চকচকে ত্বক? ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে অ্যালোভেরার ফেসপ্যাকের জবাব নেই। প্রথমে অ্যালোভেরা পাতা থেকে রস বের করে নিন। মুখে সরাসরি সেই রস লাগাতে পারেন। তারপর আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। রোজ এই ফেসপ্যাক লাগালেই হাতেনাতে ফল পাবেন।

মুখের ত্বকের জেল্লা ফেরাতে পেঁপের ফেসপ্যাকও ভীষণ কার্যকরী। কয়েকটি পাকা পেঁপের টুকরো করে পেস্ট বানিয়ে নিন। সেই পেস্টে ১ চা চামচ মধু মিশিয়ে নিলেই তৈরি পেঁপের ফেসপ্যাক। ২০ মিনিট প্যাকটি লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্ততপক্ষে দু’ দিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন। কাজের ফাঁকে খানিকটা বেসন মুখে মেখে নিন। তাতেই ত্বকের জেল্লা বাড়বে দ্বিগুণ। বেসনের ঘরোয়া ফেসপ্যাকও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ২ চা চামচ বেসনের সঙ্গে গোলাপ জল এবং দই মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। আধ ঘণ্টা লাগিয়ে রাখুন ওই ফেসপ্যাক। তারপর অল্প জল নিয়ে মুখে সার্কুলার মোশনে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now