আগামী আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের তরফে আরও কড়াকড়ি আরোপ করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, যেসব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো KYC সম্পূর্ণ হয়নি কিংবা আধার লিঙ্কিং হয়নি, তারা আর এই ভাতা পাবেন না। ফলে যারা এখনও এই দুটি গুরুত্বপূর্ণ কাজ করেননি, তাদের দ্রুত ব্যাঙ্কে গিয়ে কাজটি সেরে ফেলতে বলা হচ্ছে, নাহলে আগস্ট থেকে বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় ভাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়েছে একাধিক জনমুখী ভাতা প্রকল্প। কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলোর একটি। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতিমাসে আর্থিক সহায়তা পান।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পান। তবে শুধু কড়াকড়িই নয়, ভাতার অঙ্ক বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি, তথাপি গুঞ্জন রয়েছে, সাধারণ মহিলাদের ভাতা ১৫০০ এবং তপশিলি মহিলাদের ১৮০০ টাকা করা হতে পারে। এই খবরে আশার আলো দেখছেন বহু উপভোক্তা। তবে আপাতত সবচেয়ে জরুরি বিষয় হল, ব্যাঙ্কে গিয়ে KYC করিয়ে নেওয়া এবং আধার লিঙ্কিং সম্পূর্ণ করা। সময় মতো এই কাজ না করলে আগস্ট থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তাই ঝুঁকি না নিয়ে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।