সামনে এলো বড় খবর। ফের বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া টাকার পরিমান। আরও পাঁচশো টাকা করে বাড়তি টাকা পেতে চলেছেন মহিলারা। অনেকেই বলছেন, এই মূল্যবৃদ্ধির সময় অতিরিক্ত অর্থ তাঁদের সংসারে কিছুটা স্বস্তি আনবে। কবে থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? সূত্রের খবর,রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য জনপ্রিয় সমাজকল্যাণ প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। জুন মাসেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা পান। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১,২০০ টাকা।
তবে এবার রাজ্য সরকার ৫০০ টাকা করে বাড়ানোর কথা ভাবছে। ফলে সাধারণ শ্রেণির মহিলারা পেতে পারেন ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতির মহিলারা পেতে পারেন ১,৮০০ টাকা মাসিক অনুদান।এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ মহিলার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি তরফে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। সরকারি সূত্র জানাচ্ছে, জুন মাসেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত মত দিতে পারেন।