পূর্ব বর্ধমান জেলার গলসির খেতুড়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে উল্টে গেলো বালি বোঝায় লড়ি। মঙ্গলবার রাতে ঘটে এই দূর্ঘটনা। জানা গিয়েছে ১২ চাকা এই লড়িটি দামোদর নদীর বালি খাদান থেকে বালি বোজায় করে গলসির দিকে আসার সময় খেতুড়া ডিভিসি ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে উল্টে যায়।
জানা গিয়েছে এই দূর্ঘটনায় কেউ আহত হয়নি