পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে পথে নামলো সিপিএম। বৃহস্পতিবার বর্ধমান শহরের ভেড়িখানা থেকে মিছিল করে বিসি রোড হয়ে পার্কাস রোড মিছিল শেষ হয়।কাশ্মীরে সন্ত্রাসবাদী জঙ্গিদের প্রাণঘাতী হামলা বিরুদ্ধে সরব হল সিপিএম।মিছিলে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা
Post Views: 155