গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির রাইপুর আর ঢোলার মাঝে শিল্লা রাস্তার ধারে ওয়েব্রীজের আড়ালে চলছে অবৈধ বালির কারবার। উদাসীন পুলিশ প্রশাসন।

Published : April 24, 2025
---Advertisement---

গলসির রাইপুর আর ঢোলার মাঝে শিল্লা রাস্তার ধারে ওয়েব্রীজের আড়ালে চলছে অবৈধ বালির কারবার। উদাসীন পুলিশ প্রশাসন।পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের শিল্লা রাস্তার ধারে রাইপুর ও ঢোলা-র মাঝে একটি ওয়েব্রীজ আছে। এলাকাবাসীদের অভিযোগ এই ওয়েব্রীজ নিয়েই। জানা গিয়েছে গলসির পার্শ্ববর্তী গ্রামের ২ জন মিলে করেছে এই ওয়েব্রীজ, বকলমে এই ওয়েব্রীজের পার্টনার আছে জাগুলিপাড়া গ্রামের রহমত মোল্লার অপর গোষ্ঠীর এক তৃণমূল নেতা। আর এই নেতার মদতেই চলছে অবৈধ কারবার।

গলসির শিল্লা রোড দিয়েই যেতে হবে দামোদর নদী, দামোদর নদী থেকে প্রচুর লড়ি বালি লোড করে এই রাস্তা দিয়েই যায়। এই ওয়েব্রীজের বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ শিল্লা এলাকা থেকে যেসমস্ত লড়ি গুলি বালি বোঝায় করে আসে তাদের চালকদের কিছু টাকা দিয়ে খাদান থেকে বেশি করে বালি আনতে বলা হয়, তারপর তারা সেই বালি ওয়েব্রীজে নামিয়ে রাখে।

এই ওয়েব্রীজের একজন মালিক লড়ি মালিক সে তার লড়িতে কোন চালান ছাড়াই বালি লোড করে তার পাশাপাশি ডাম্পারেও বালি লোড দেওয়া হয়। এমনকি রাতের অন্ধকারে চালান ছাড়া লড়িতে বালি লোড দেওয়া হয়।সদ্য চেঞ্জ হয়েছে গলসি থানার ওসি, নতুন ওসি এই অবৈধ বালি কারবারের কেন্দ্র ওয়েব্রীজটির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now