গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হঠাৎই ধর্মঘট কালনা বর্ধমান রুটে, কেন এমন পদক্ষেপ বাস চালকদের?

Published : May 21, 2025
---Advertisement---

হঠাৎই এই রুটে বন্ধ হয়ে গেল বাস চলাচল। চরম সমস্যার মধ্যে পড়লেন নিত্যযাত্রীরা। অফিস দিনে বাস চালক কর্মীদের বাস ধর্মঘটে চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা। কোন রুটে ঘটলো এমন ঘটনা? কেন এই সিদ্ধান্ত নিতে হল? হঠাৎই বুধবার বাস চলাচল বন্ধ থাকলো বর্ধমান কালনা রুটে। বর্ধমান কালনা রুটে রয়েছে অগুণতি বাম্পার। প্রতি নিয়ত বাস নিয়ে যেতে গিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছেন বাস চালকরা। একই সাথে কালনা থেকে বর্ধমান পৌঁছাতে লাগছে দীর্ঘক্ষণ সময়।

বার বার বিভিন্ন দপ্তরে জানিও কোন ফল না হওয়ায়, অবশেষে ধাত্রীগ্রাম মোড় সংলগ্ন এলাকা থেকে বর্ধমান কালনা রুটের বাস ড্রাইভাররা বাস ধর্মঘট ডাকল। বুধবার সকাল থেকেই ওই রুটের সমস্ত বাস চালকরা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানায়। তাতে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাস চলাচল শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সন্দীপ বসু। আগামী সোমবার কালনা মহকুমা শাসকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now