প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২৫, রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে দেখা গেল এবার, রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে জয়দীপ পাল।জয়দীপ মেমারী বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর ছাত্র।জয়দীপের প্রাপ্ত নম্বর ৪৯২। ছোট বেলা থেকেই পড়াশুনায় বেশ ভালো সে যত দিন গেছে ততই পপড়াশুনায় নিজেকে আরো ভালো করেছে, বাবা নিবেদন পাল একজন ছোট ব্যবসায়ী, ছেলের এই ফলাফলে গোটা পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা খুশি।
Post Views: 270