জোকা থেকে আইআইএম পর্যন্ত মেট্রো সম্প্রসারণে গতি পেল। জমি অধিগ্রহণের নোটিশ জারি হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে থমকে থাকা জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্প অবশেষে নতুন করে এগোচ্ছে। নতুন একটি মেট্রো স্টেশন তৈরি হবে আইআইএম, কলকাতার কাছে, যা মোহনবাগান ক্লাবের আশেপাশে অবস্থান করবে। এই প্রকল্পে মেট্রোর দৈর্ঘ্য ১৪ কিলোমিটার থেকে বেড়ে ১৬.৫ কিলোমিটারে পৌঁছবে। দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকার সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। অপরদিকে, উত্তরে মেট্রো পৌঁছাবে ইডেন গার্ডেন্স পর্যন্ত, যা বাবুঘাট, হাই কোর্ট এবং বড়বাজারের সঙ্গে জলপথে যোগাযোগ সহজ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মেট্রো লাইনের দু’পাশে ১০ মিটার পর্যন্ত নতুন নির্মাণ নিষিদ্ধ এবং স্টেশনের সংলগ্ন এলাকায় লাইনের মধ্য থেকে ২০ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
ইতিমধ্যেই খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খনন শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, এই সম্প্রসারণে উত্তর ও দক্ষিণ শহরতলির মধ্যে যোগাযোগের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। কেন্দ্র ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পর, এটিই এখন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল প্রকল্প হিসেবে ধরা হচ্ছে। ভবিষ্যতে রেকের সংখ্যা বাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে, কলকাতার শহরতলির যাত্রীদের জন্য এটি এক বড় সুবিধা হয়ে উঠতে চলেছে।