গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জামালপুর সহ পূর্ব বর্ধমানে বাস ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ

Published : June 16, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ড গুলোতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়ছেন বাস যাত্রীরা। মেমারী তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রেকার বন্ধ রয়েছে, তাতে করে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ জন, টোটো এবং অটোর দৌরাত্ম্যের কারণে বাস ট্রেকারের প্যাসেঞ্জার সংখ্যা ক্রমশাই কমতে শুরু করেছে যার ফলে বাস এবং ট্রেকার চালাতে যে ব্যয় হয়,সেই টাকাই উড়তে কষ্ট হচ্ছে,লাভের জায়গায় ক্ষতির মুখ দেখছেন তারা । যার ফলে চরম অর্থ সংকটের মধ্যে পড়েছেন বাস ও ট্রেকারের সাথে যুক্ত মানুষেরা।গতকালই ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। সেইমতো পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now