গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে জামালপুরে বিরল ছবি,জায়েন্ট স্ক্রিনের সামনে একসঙ্গে তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকরা।

Published : April 29, 2025
---Advertisement---

অক্ষয় তৃতীয়ার দিন, বুধবার, জাঁকজমকভাবে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে জায়েন্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার সেই পুন্য মুহূর্তের ভিডিও দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও ব্লক প্রশাসনের উদ্যোগে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দীঘার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

এই আয়োজনকে ঘিরে জামালপুরে দেখা গেল এক বিরল দৃশ্য—যেখানে তৃণমূল ও বিজেপি নেতারা একত্রে বসলেন জায়েন্ট স্ক্রিনের সামনে দীঘার অনুষ্ঠান উপভোগ করতে। উপস্থিত ছিলেন জামালপুরের বিজেপির মন্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল।কিছুদিন আগেও জগন্নাথ মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিজেপি নেতারা বিরোধিতা করলেও, সোমবার সেই একই নেতা ব্লক প্রশাসনের সঙ্গে বসে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন।

প্রধানচন্দ্র পাল জানান, “আজকের দিনটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বের। মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে জগন্নাথ মন্দির গড়ে তুলেছেন, এতে আমি ধন্য”।অন্যদিকে, জামালপুর ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান অভিযোগ করেন, “মঙ্গলবার দীঘায় যজ্ঞ উপলক্ষ্যে মানুষ যাতে সেখানে পৌঁছাতে না পারে, তাই কিছু ট্রেন বন্ধ করেছে কেন্দ্র সরকার”।

তিনি আরও বলেন, “জামালপুরে বিজেপি নেতা যদি ধর্ম আর উন্নয়নে বিশ্বাস রাখেন, সেটাই এই দৃশ্যের মধ্য দিয়ে প্রকাশ পেল”।রাজনৈতিক বিরোধ ভুলে ধর্মীয় অনুষ্ঠানে একাত্মতার এই নজির রাজনীতির নতুন বার্তা দিল বলেই মনে করছেন জামালপুরবাসী

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now